সম্প্রতি অভ্র কীবোর্ড সফটওয়্যারের নতুন ভার্সন ৪.৫.৩ প্রকাশ করা হয়েছে। এই ভার্সন থেকে, উইনিবিজয় কীবোর্ড লেয়াউট বাদ দেয়া হয়েছে। কিন্তু নিম্নোক্ত পদ্ধতিতে অভ্র দিয়ে ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ব্যবহার করা যায়।
১. www.omicronlab.com থেকে অভ্র কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করুন।
২. ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ফাইলটি (UniBijoy.avrolayout) ডাউনলোড করুন।
৩. ফাইলটি উইন্ডোজের 'C:\Program Files\Avro Keyboard\Keyboard Layouts' ফোল্ডারে কপি করুন।
৪. অভ্র বন্ধ করে পুনরায় চালু করুন।
এবার অভ্র দিয়ে ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ব্যবহার শুরু করুন।
অভ্র
সোমবার, ৩০ আগস্ট, ২০১০
আসুন, ইমেইল সাক্ষরের মাধমে অভ্র ছড়াই
আমি এখন থেকে ইমেইল লেখার পর সাক্ষর এর জায়গায় অভ্র'র ব্যনার ব্যবহার করা শুরু করেছি। ব্যপারটা হচ্ছে, যখনি কোনো বাংলা ভাষাভাষীর সাথে ইমেইল আদান-প্রদান করি তখন অভ্র ব্যবহার করে বাংলাতেই ইমেইলটা লেখার পর নিচের সাক্ষরটা ব্যবহার করি।
------
এই ইমেইলটি অভ্র (www.omicronlab.com) দিয়ে লেখা। ভাষা হোক উন্মুক্ত, অভ্র হোক সর্বত্র।
-----
যে কেউ ইচ্ছে করলে পরিবর্তন/পরিবর্ধন করে এটা ব্যবহার করতে পারেন। যেহেতু এটা জিমেইলের settings>General tab>signature এ সংরক্ষণ করা আছে, তাই বারবার লেখতে হচ্ছে না। প্রত্যেকটা ইমেইলের সাথে সয়ংক্রীয়ভাবে যুক্ত হয়ে যাচ্ছে।
যেহেতু, এমেইলের মাধ্যমে এক ধরণের ব্যক্তিগত ও আন্তরিক যোগাযোগ হয়ে থাকে, তাই এভাবে অভ্র'র ব্যবহারের কথা প্রচার করলে মানুষের গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে। এতে তারা আমাকে রোমান হরফ দিয়ে বাংলা লেখে ইমেইল করবে না।
মুল উদ্দেশ্য হচ্ছে অভ্র'র ঋণ শোধের জন্যে কিছু করা। তাহলে বাংলা ভাষা ও ভাষাভাষীদের জন্যে কিছু করা হবে। শঠ লোকের দিন শেষ হবে। মানুষ পাইরেসির কলঙ্ক থেকে মক্তি পাবে এবং বিজয় কিনে জাতির পয়সা অপচয় বন্ধ হবে।
আসুন, ইমেইল সাক্ষরের মাধমে অভ্র ছড়াই। ভাষা হোক উন্মুক্ত! অভ্র হোক সবর্ত্র
------
এই ইমেইলটি অভ্র (www.omicronlab.com) দিয়ে লেখা। ভাষা হোক উন্মুক্ত, অভ্র হোক সর্বত্র।
-----
যে কেউ ইচ্ছে করলে পরিবর্তন/পরিবর্ধন করে এটা ব্যবহার করতে পারেন। যেহেতু এটা জিমেইলের settings>General tab>signature এ সংরক্ষণ করা আছে, তাই বারবার লেখতে হচ্ছে না। প্রত্যেকটা ইমেইলের সাথে সয়ংক্রীয়ভাবে যুক্ত হয়ে যাচ্ছে।
যেহেতু, এমেইলের মাধ্যমে এক ধরণের ব্যক্তিগত ও আন্তরিক যোগাযোগ হয়ে থাকে, তাই এভাবে অভ্র'র ব্যবহারের কথা প্রচার করলে মানুষের গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে। এতে তারা আমাকে রোমান হরফ দিয়ে বাংলা লেখে ইমেইল করবে না।
মুল উদ্দেশ্য হচ্ছে অভ্র'র ঋণ শোধের জন্যে কিছু করা। তাহলে বাংলা ভাষা ও ভাষাভাষীদের জন্যে কিছু করা হবে। শঠ লোকের দিন শেষ হবে। মানুষ পাইরেসির কলঙ্ক থেকে মক্তি পাবে এবং বিজয় কিনে জাতির পয়সা অপচয় বন্ধ হবে।
আসুন, ইমেইল সাক্ষরের মাধমে অভ্র ছড়াই। ভাষা হোক উন্মুক্ত! অভ্র হোক সবর্ত্র
----
Yahoo Mail ব্যবহার করে সাক্ষরঃ
১-yahoo mail এ সাইন ইন করুন।
১-yahoo mail এ সাইন ইন করুন।
২-স্ক্রীনের সর্ব ডানে ও উপরে Options>More Options... এ ক্লিক করুন।
৩-ডানের কলামে Signature সিলেক্ট করুন।
4- এবার মাঝের প্যানেলে Show a signature on all outgoing messages সিলেক্ট করুন।
৫- নিচের বক্সটি এক্টিভ হলে তাতে আপনার কাঙ্খিত সাক্ষর লিখুন।
৬-মাঝখানের প্যানেলের সর্ব উপরে ও ডানে Save Changes এ ক্লিক করুন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)