সোমবার, ৩০ আগস্ট, ২০১০

অভ্র সফটওয়্যার দিয়ে ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ব্যবহার পদ্ধতি

সম্প্রতি অভ্র কীবোর্ড সফটওয়্যারের নতুন ভার্সন ৪.৫.৩ প্রকাশ করা হয়েছে। এই ভার্সন থেকে, উইনিবিজয় কীবোর্ড লেয়াউট বাদ দেয়া হয়েছে। কিন্তু নিম্নোক্ত পদ্ধতিতে অভ্র দিয়ে ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ব্যবহার করা যায়।
১. www.omicronlab.com থেকে অভ্র কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করুন।
২. ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ফাইলটি (UniBijoy.avrolayout) ডাউনলোড করুন।
৩. ফাইলটি উইন্ডোজের 'C:\Program Files\Avro Keyboard\Keyboard Layouts' ফোল্ডারে কপি করুন।
৪. অভ্র বন্ধ করে পুনরায় চালু করুন।
এবার অভ্র দিয়ে ইউনিবিজয় কীবোর্ড লেয়াউট ব্যবহার শুরু করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন